প্রিন্ট এর তারিখঃ May 9, 2025 ইং || প্রকাশের তারিখঃ May 8, 2025 ইং
জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৪ নারী – ১ জনের অবস্থা আশঙ্কাজনক

মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন নারী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব ভবানীপুর এলাকার মৃত আবুল কালামের মেয়ে লাভলী আক্তার ও মৃত আব্দুল জলিলের ছেলে এনাম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধ থেকেই গত বৃহস্পতিবার (৮ মে ২০২৫) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের সৃষ্টি হয়।
সংঘর্ষে আহতরা হলেন – দিলারা বেগম, ইয়াছমিন আক্তার মৌ, লাকী বেগম ও লাভলী আক্তার। আহতদের মধ্যে ইয়াছমিন আক্তার মৌকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
ঘটনার পরপরই জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে লাভলী আক্তার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Todaysylhet24.com